প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাগমারায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে।
আজ জুমার নামাজের পর সংঘটিত এ হামলায় ঘটনাস্থলে বোমা হামলাকারী মারা গেছেন। আহত হয়েছে আরো তিনজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল) পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছিল।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, উপজেলার সৈয়দপুর চকপাড়া এলাকার ওই মসজিদটিতে জুমার নামাজ শেষে সবাই বের হয়ে আসার সময় আত্মঘাতী বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বোমার স্প্রিন্টারে আহত হয়েছেন তিন মুসল্লি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।