রতন সিং, দিনাজপুর: পৃথক সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে দুজন মারা গেছে।
শুক্রবার সন্ধ্যায় গনেশতলা সোনালী সুজ স্টোরের স্বত্বাধিকারী রাজু আহমেদ (৫০) বিরল উপজেলার মঙ্গলপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে দিনাজপুরে আসার পথে ধুকুরঝাড়ী নামকস্থানে ভটভটির ধাক্কায় গুরুত্বর আহত হন।
লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী জেলার পূর্ব রায়পাড়া গ্রামের সোহেল (৩৭) শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে রাজশাহী থেকে দিনাজপুরে আসার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন। বিরামপুর উপজেলার শালবন এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাকে পিছন দিক থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে সোহেল গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজু এবং সোহেলের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।