দিনাজপুরে পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক

রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে পিস্তল ও গুলিসহ ইউনিয়ন পর্যায়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‍্যাব।

র‌্যাব-১৩ সিপিসি ক্যাম্প-১ এর কমান্ডার মেজর মাহমুদ আল রাজু জানান, র‌্যাবের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টায় দিনাজপুর সদর উপজেলার রামসাগর মোড়ে অভিযান চালিয়ে পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মাজেদুর রহমান শাহ (৩০) নামের  ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।

পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুরের ফজলুর রহমানের ছেলে মাজেদুর মোস্তফাপুর ইউনিয়ন ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।

অস্ত্র ও গুলিসহ তাকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.