মেয়েকে বিষ খাইয়ে মারলেন বাবা, মরলেন নিজেও

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): আট বছরের কন্যাকে বিষ খাইয়ে নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন এক পিতা।

গফরগাঁওয়ের পাগলা থানার কুরচাই গ্রামে সোমবার সন্ধ্যায় বাবা ও মেয়ের বিষপানের ঘটনা ঘটে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুরচাই গ্রামের মো. আলমগীর হোসেন তার শিশুকন্যা আঁখিকে কাশির সিরাপের কথা বলে বিষপান করায়। কিছুক্ষণ পর আলমগীর নিজেও বিষপান করে। এ সময় আলমগীরের দ্বিতীয় স্ত্রী কামরুন্নাহার রান্নাঘরে ছিলেন।

আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আঁখিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সোমবার রাতে আলমগীর এবং মঙ্গলবার ভোরে আঁখি মারা যায়।

আলমগীর নির্মাণ শ্রমিক। আঁখি কুরচাই সরকারি প্রাথমিক দ্যিালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আঁখি ও তাছলিমা আলমগীরের প্রথম স্ত্রী নার্গিস আক্তারের সন্তান। তার দ্বিতীয় পক্ষের কোনো সন্তান নেই।

এ ঘটনায় পাগলা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

পাগলা থানার ওসি চাঁন মিয়া জানায়, পারবারিক কলহ ও হতাশা থেকে এ ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.