নগদ সেশন চার্জ দিয়ে বিনামূল্যের বই পেল নাচোলের মেয়েরা

অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বই বিতরণ উৎসবে সেশন চার্জের নামে ৭০০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে নাচোল খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

শুক্রবার বই উৎসবের দিন শিক্ষার্থীরা বিদ্যালয়ে বই নেয়ার জন্য গেলে শিক্ষকরা তাদের সেশন চার্জ না দিলে বই দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন।

অনেক গরিব শিক্ষার্থী টাকা না দিতে পারায় স্কুল বই না নিয়ে ফিরে গেছে।

অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ওই বিদ্যালয়ের সভাপতি আশীষ কুমার চক্রবর্তী। সংবাদটি পত্রিকায় প্রকাশ না করার  অনুরোধও করেন তিনি।

প্রধান শিক্ষক নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি  বলেন, সরকারিভাবে পৌর এলাকার স্কুলগুলোতে ১ হাজার টাকা সেশনচার্জ নেয়ার বিধান রয়েছে, সেখানে ৭০০ টাকা নেওয়া হচ্ছে ।

নাচোল পৌর এলাকার মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে সেশন চার্জ নেয়া হচ্ছে বলে জানা গেছে। অভিভাবকরা অভিযোগ করে জানান, এ বিদ্যালয়টির বিরুদ্ধে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ ছিল।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার তোবারক হুসেন মুঠোফোনে বলেন, সেশন চার্জ নেয়ার বিষয়টি কমিটি নির্ধারণ করবেন। তবে অনিয়ম হলে  সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা বোর্ড ব্যবস্থা নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.