হাকিম বাবুল, শেরপুর: শেরপুরের নকলায় জমি নিয়ে বিরোধের জের ধরে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন হয়েছেন।
উপজেলার উরফা ইউনিয়নের হাসনকিলা গ্রামে আজ শনিবার এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম আব্দুল আজিজ ওরফে কাইল্লা (৪০)। তার বাবার নাম ফজর আলী। তিনি হাসনখিলা গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজের সঙ্গে তার শ্যালক ফরিদ উদ্দিনের বেশকিছু দিন ধরে এক খণ্ড জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার ওই বিরোধপূর্ণ জমিতে ফরিদের লোকজন বোরো ধানের চারা লাগালে শনিবার সকাল ১০ টার দিকে আব্দুল আজিজ ও ক্ষেতের চারা মাড়িয়ে দেয়। এ নিয়ে দুজনের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ফরিদ উদ্দিন হাতে থাকা কোদাল দিয়ে এলোপাতাড়ি কোপালে আব্দুল আজিজ গুরুতর জখম হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুল আজিজ মারা যান।
নকলা থানার ওসি গোলাম হায়দার জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।