প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বিনামূল্যের পাঠ্যবইয়ের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি হারিয়েছেন বাধাঁল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিমা আক্তার। টাকা নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
শরণখোলা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনটি বুধবার হাতে পেয়েই তৎক্ষণাত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। একই সাথে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে ওই শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন শিক্ষা কর্মকর্তা।
জসিমা আক্তার শুক্রবার তার বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শতাধিক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ২৫ থেকে ৩০ টাকা নিয়ে তাদের পাঠ্যবই দেন। আর যেসব ছাত্র-ছাত্রী টাকা দিতে পারেনি তাদের বই না দিয়ে ফিরিয়ে দেন। এ নিয়ে শরণখোলার ধানসাগর ইউপি সদস্য মো. রেজাউল করিম লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতার বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার দুপুরে ওই তদন্ত প্রতিবেদনটি জমা দেন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে।