রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং তিনজন জখম হয়েছেন। এছাড়া বৈদ্যুতিক লাইন মেরামতির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান মারা গেছেন। এ ঘটনায় দুজন আহত হন।
বুধবার সকালে পার্বতীপুর-রংপুর সড়কের তুলসিপুকুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে কার চালক আনোয়ার হোসেন (২৭) ঘটনাস্থলে মারা যান। আনোয়ার রংপুর শহরের খলিফাটারীর বাসিন্দা। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে জানান পার্বতীপুর থানার ওসি মাহামুদুল আলম।
মঙ্গলবার রাত ১১টায় শহরের সুইহারী বাসস্ট্যান্টের বাইপাসরোডে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল টাওয়ারে মেরামতির কাজ করছিলেন তিন লাইনম্যান। এসময় লাইনম্যান আলমগীর হোসেন (৪৫) আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তার দেহ ঝলসে বিদ্যুৎ লাইনে ঝুলে যায়। তার সহকর্মী মাজেদ আলী (৩৫) ও আব্দুল হাকিম (৪০) গুরুতর আহত হন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীর ঢাকা বিক্রমপুরের বাসিন্দা।
বুধবার দুপুরে চিরিরবন্দর উপজেলার আমতলী থেকে মোটরসাইকেলযোগে তিনজন দিনাজপুর শহরে আসার পথে পাঁচবাড়ী নামক স্থানে মাল বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি উল্টে গাছের সাথে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আরিফ (৪০), অপর দুই আরোহী শাহানুর আলম (৩৫) ও হারেজ আলী (৪২) গুরুতর আহত হন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি চিরিরবন্দরের পুনট্টি গ্রামে।