প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌষ সংক্রান্তি উপলক্ষে সূর্যসারথি খেলাঘর আসরের উদ্যোগে শুক্রবার শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত পিঠা উৎসবে শিশু-কিশোর শিক্ষার্থীরা অংশ নেয়।
উৎসবে ক্ষীর পিঠা, সুজির বরফি, রস কদম, ঝাল পিঠা, নারিকেল পিঠা, ভাঁপা পিঠা, চিতল পিঠাসহ ৫০ রকমের পিঠা নিয়ে খেলাঘর আসরের সদস্যরা অংশ নেয়।
উৎসবে প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ, সহ-সভাপতি মানছুর আহম্মেদ, উপজেলা সিপিবির সভাপতি আজিম উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক সাইফুস সালেহীন, সূর্যসারথি খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুছ ছালাম সবুজ, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আসাদুজ্জআমান সোহেল, আফিফা আফরোজ পুনম, চিত্রশিল্পী জ ই সুমন, প্রশিক্ষক রেজাউল করিম নীরবসহ অন্যরা উপস্থিত ছিলেন।