ঠান্ডার শাস্তি চেয়ে কোটালীপাড়ায় মানববন্ধন

হায়দার হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের ঠান্ডা হাওলাদারের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ এনে তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

kotalipara human chain demanding punishment of traffickersশনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে  হাফেজ আক্তারুজ্জামান, এবাদুল হক খান, পারভিন সুলতানা, হাফিজুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান হাওলাদার ও পাচার হওয়া শিশু হাবিবেবর মা রেবা বেগম বক্তব্য রাখেন।

রেবা বেগম বলেন, ঠান্ডা হাওলাদার তিন মাস আগে আমার ছেলেকে চট্রগ্রামে তার লেপ-তোষকের দোকানে কাজ শিখানোর কথা বলে নিয়ে যায়। তারপর থেকে আমার শিশুপুত্র হাবিবের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠান্ডার কাছে আমার ছেলের কথা জানতে চাইলে সে একেক সময় একেক ধরনের কথা বলে। আমাদের ধারণা ঠান্ডা আমার পুত্রকে পাচার করে দিয়েছে। আমি ঠান্ডার শাস্তি ও আমার ছেলেকে ফেরত চাই। শিশু হাবিব গোপালপুর গ্রামের কৃষক টুটুল শেখের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.