জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ১০ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ বাহিনী।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ শুক্রবার দুপুরে তাদের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান নৌ বাহিনীর বরাত দিয়ে জানান, মংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার ফেয়ারওয়ে বয়া এলাকায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। শুক্রবার ভোরে ওই এলাকায় টহলরত জাহাজ বিএনএস কর্ণফুলীতে থাকা নৌ বাহিনীর সদস্যরা ১০ ভারতীয় জেলেসহ এফবি সনাতন নামের একটি ট্রলার আটক করেন।
আটক জেলেদের বাড়ী ভারতের দক্ষিণ-চব্বিশ পরগণা জেলার কাকদ্বীপ এলাকায়। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে পৃথক মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে মংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
ট্রলারে থাকা প্রায় ২০ মণ বিভিন্ন প্রজাতির মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারের কোষাগারে জমা দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।