স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): দুই দিন বৃষ্টির পর শুক্রবার রাত থেকে ঈশ্বরদীতে শীত জেঁকে বসে। শুক্রবার দুপুরের পর সূর্যের দেখা মিললেও শনিবার সূর্য দেখা যায়নি। শনিবার সকাল ৯টায় ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আবহাওয়া অফিস এই অবস্থাকে মৃদু শৈত্যপ্রবাহ বলছে।
কনকনে শীতে ছিন্নমূল মানুষেরা নাজেহাল হয়ে পড়েছেন। সন্ধ্যার পর অনেককে পথের পাশে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। শুক্রবার গভীর রাতে ঈশ্বরদীর জংশন স্টেশনে শীতে কাতর ভাসমান ও ছিন্নমূল মানুষেরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েন।
আজ সন্ধ্যার পর পরই শহর জনশূন্য হয়ে পড়ে। রেলওয়ের পুরাতন কাপড়ের মার্কেটে শীতবস্ত্র কিনতে নিম্ন আয়ের লোকজন ভীড় জমায়।
এদিকে ঈশ্বরদী হাসপাতালের শিশু চিকিৎসক ডা. আব্দুল বাতেন জানান, শিশুরা কোল্ড ডায়ারিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া বৃদ্ধরা শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হৃদরোগ, অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন।
এর আগে এলাকার সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ কিছু শীতবস্ত্র বিতরণ করেছেন। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।