রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে তীব্র শীত বড়ছে। শনিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
শীতজনিত কারণে এক জনের মারা গেছে। ১৩৩ জন অসুস্থ হয়েছে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
বিরল উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও মৃতের বড় চাচা মজিবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় খানসামা উপজেলার পাকেরহাটের ময়েজউদ্দীনের পুত্র ও ডিস লাইন ব্যবসায়ী হাসানুল হক সুজন (২৯) বন্ধুদের নিয়ে চায়ের দোকানে চা পান করছিল। এসময় প্রচণ্ড শীতে কাঁপুনিতে চেয়ার থেকে নিচে পড়ে যান তিনি। বন্ধুরা তাকে দ্রুত পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শীতজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ও বৃদ্ধসহ ৩০, জেনারেল হাসপাতালে ২০ জন এবং শ্রী অরবিন্দ হাসপাতালের ৮৩ জন শিশু ভর্তি হয়েছে।
আবহাওয়া অফিস বলেছে শীত আরো কয়েকদিন অব্যাহত থাকবে।