মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে এক অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার চরআবাবিল ইউনিয়নের গাইয়ারচর গ্রামে তার লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, সকালে লোকজন মুসলিম মেম্বারের বাড়ির পিছনে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ওই নারীর মুখের এক পাশে মাংসের টুকরো নেই। ধারণা করা হচ্ছে ওই নারী একজন মানসিক প্রতিবন্ধী।
মৃত্যু ও জখমের কারণ জানতে ময়না তদন্তের জন্য মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আনুমানিক ৪০ বছর বয়সের ওই নারীর পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।