দরিদ্রদের মাঝে বিসিএস ২৯ ব্যাচের কম্বল বিলি

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে শনিবার বিসিএস প্রশাসন ২৯তম ব্যাচের উদ্যোগে ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সহস্ত্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

bcs admin 29th batch distribute blanketsউপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মীর ফারুক আহমাদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস প্রশাসন ২৯তম ব্যাচের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক ও সহকারী কমিশনার (এসি ল্যান্ড) রমনা সার্কেল তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও নান্দাইলের এসি ল্যান্ড জসিম উদ্দিন, ঢাকা ডেমরার এসি ল্যান্ড ফারুখ আহম্মেদ, পাবনা চাটমোহরের এসি ল্যান্ড মিজানুর রহমান, টাঙ্গাইল দেলদুয়ারের এসি ল্যান্ড রবিন্দ্র চাকমা, ধনবাড়ী থানার ওসি মজিবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, মানবাধিকার বাস্তাবায়ন সংস্থা ধনবাড়ী শাখার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান, মাওলানা আফজাল হোসাইনসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.