বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয়ের ১২ জন এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে বিষয় ও বিভাগ বদলে গেছে। কুমিল্লা বোর্ডের আওতাধীন এসব ছাত্রের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে এ স্কুলের ১৫৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে ১২ জনের প্রবেশপত্রে ভুল পাওয়া গেছে। তার মধ্যে তিনজনের বিভাগ পরিবর্তন হয়ে গেছে। এমরান হোসেন (রোল নম্বর-৬২১৮৫২) মানবিক বিভাগের পরিক্ষার্থী। তার প্রবেশপত্রে ছাপা হয়েছে ব্যবসায় শিক্ষা শাখা। ব্যবসায় শিক্ষার ফাহিম হোসেনের প্রবেশপত্রে ছাপা হয়েছে বিজ্ঞান বিভাগ। এছাড়াও ফরহাদ হোসেন (রোল-৬২১৭৯৯), হৃদয় হোসেন আশেক (রোল-৬২১৮৩৬), রুবেল হোসেন (রোল-৬২১৮৪২), আব্দুল লতিফ (রোল-৬২১৮০৪), আলী হোসেন (রোল-৬২১৮৫০), মাহাবুবুর রহমানের (রোল-৬২১৮৪৫) কম্পিউটার বিষয়ের পরিবর্তে প্রবেশপত্রে ছাপা হয়েছে কৃষি শিক্ষা। আবদুল কাদেরের (রোল-৬২১৮৫২) কৃষি শিক্ষার পরিবর্তে প্রবেশপত্রে লেখা রয়েছে কম্পিউটার।
পরীক্ষার্থী ফাহিম হোসেন বলেন, ‘দুই বছর ধরে ব্যবসায় শিক্ষা শাখায় পড়ালেখা করেছি। এখন বিদ্যালয় থেকে যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে, তাতে লেখা রয়েছে বিজ্ঞান বিভাগ। বিষয়টি দেখার পর প্রধান শিক্ষককে জানালে তিনি বলেন- প্রবেশপত্র ভুল হয়েছে তাতে আমার করার কিছু নেই। তোমরা শিক্ষাবোর্ডের সঙ্গে যোগাযোগ করো। এ অবস্থায় আমার শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।’
অভিভাবক কোরবান আলী জানান, আমরা বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এখন প্রয়োজনীয় সহযোগিতাও করছে না। তাদের ভুলের কারণে এখন ছাত্রদের খেসারত দিতে হবে।
প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান জানান, শিক্ষার্থীদের ভুলের কারণে প্রবেশপত্রে ভুল এসেছে। তবে শিক্ষার্থীরা কি নিজেদের বিভাগও পরিবর্তন করেছে কি না সে প্রশ্নের জবাব না দিয়ে তিনি বিষয়টি সংশোধনের জন্য শিক্ষা বোর্ডে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান।