রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ও কাউখালীর আমরাজুড়ি ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় আমরাজুড়ি ইউনিয়নের মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাযার পর রাষ্ট্রী আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্তানে জনপ্রিয় এই নেতাকে সমাহিত করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, জাতীয় পার্টি (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান,সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক এইচ এম দ্বীন মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধাসহ বহু মানুষ উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান হাবিব (৭৫) সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহে ………….. রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
হাবিবুর রহমান কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সদস্য ও আমরাজুড়ি পাঁচবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।