প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলা স্যানেটারি ইন্সপেক্টরের বাড়িতে অভিযান চালিয়ে নয় বোতল ফেন্সিডিল ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার দুপুরে স্যানেটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলামের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
এ সময় আশরাফুল ইসলাম বাড়িতে না থাকায় পুলিশ তাকে আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইনামুল হক জানান, তালা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের বাড়িতে মাদকদ্রব্য আছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।