রতন সিং, দিনাজপুর: তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল শনিবার খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচনে ২৫ জন চেয়ারম্যান পদে, ৬৬ জন মহিলা মেম্বার পদে ও ২১৭ জন সাধারণ মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় মনোনয়ন প্রাপ্তদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে।
গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ৩৮৬টি কক্ষে খানসামা উপজেলার ১ লাখ ২১ হাজার ৩৬৩ জন ভোটার ৬ জন চেয়ারম্যান, ১৮ জন মহিলা মেম্বার ও ৫৪ জন সাধারণ মেম্বার নির্বাচিত করার লক্ষ্যে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট প্রদান করেছে। ভোট গ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। ভোট গ্রহণ শেষে বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু করা হয়।