রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে বিষপানে, গলায় ফাঁস দিয়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। কোতয়ালী থানায় এসব মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার ভোরে দিনাজপুর উপশহর ৫নং ব্লকের জহুরুল ইসলামের পুত্র সুফিয়া বেগম (৩৫) তার শোবার ঘরের বর্গার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি পরিবারের লোক জানতে পেরে কোতয়ালী থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ সুরতহাল করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল শনিবার দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে দিনাজপুর সদর উপজেলার ছোট রামচন্দ্রপুর গ্রামের শের মন্ডলের পুত্র আবু বকর (৬৫) পারিবারিক কলহের কারণে অভিমান করে শনিবার দুপুরে নিজ বাড়িতে বিষপান করে। তাকে দিমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বিকেলে লাশের ময়নাতদন্ত শেষে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র শফিকুর রহমান (৩৫) তার কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুৎ চালিত পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত দিমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শফিকুর শনিবার বিকেলে মারা যায়। বিকেলেই ময়নাতদন্ত শেষে অভিভাবকের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।