জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও ঝিনাইদহের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ।
মঙ্গলবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ অন্যরা। পরে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে ২০১৫ সালের ১ জুলাই থেকে প্রস্তাবিত জাতীয় মজুরি স্কেল বাস্তবায়ন, পেনশন পদ্ধতিতে গ্রাচ্যুইটি নির্ধারণ, নারী শ্রমিক-কর্মচারীদের প্রসূতি ছুটি নির্ধারণসহ ছয় দফা।