দিনাজপুরে দুদকের ৩ মামলায় ৪ জন গ্রেফতার: ১৭০টি অভিযোগ তদন্তনাধীন

রতন সিং, দিনাজপুর: অর্থ আত্মসাতের ৩টি মামলায় দুদক দিনাজপুরে ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। দিনাজপুরের সমন্বিত দুর্নীতি দমন কমিশন অফিস জানায়, সোমবার অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা ৩টি মামলায় ৪জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

বিরল উপজেলার সাবেক উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মতিউর রহমান মুন্সিকে হিন্দু তফশীলি উপবৃত্তির ৯ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা এবং সাবেক খানসামা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা (বর্তমানে বোচাগঞ্জ উপজেলায় কর্মরত) মোঃ শরিফুল আলমকে একই পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সোমবার ভোরে নিজ নিজ বাসা থেকে দুদক গ্রেফতার করে।

দুদকের নোটিশ পেয়ে সোমবার সকালে অফিসে এসে হাজিরা দেওয়ার সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ শাখার সাবেক সেকেন্ড অফিসার (বর্তমানে গাইবান্ধা জোনাল শাখার সিনিয়র কর্মকর্তা) আরাফাত জামান ও পীরগঞ্জ শাখা ব্যাংকের গার্ড মোঃ শাহজাহান আলীকে ৩৪ লক্ষ ৬ হাজার ৯৩৭ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আটক ৪ জনের বিরুদ্ধে দুদক ২০১৩ সালের ৭ অক্টোবর ও ১ নভেম্বর ৩টি মামলা দায়ের করেন।

দুদক অফিস সূত্রে আরো জানা যায়, ২ দিন আগে অর্থ আত্মসাতের অভিযোগে ১ ইউপি সচিব ও জাল দলিলের অভিযোগে অপর ১ জনকে গ্রেফতার করে দুদক আদালতে সোপর্দ করে। দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার সমন্বয়ে গঠিত দুদকের দিনাজপুরের সমন্বিত অফিসে বর্তমানে ১৭০টি অভিযোগ তদন্তনাধীন রয়েছে। এর মধ্যে ২২টি মামলার অনুমোদন চেয়ে বিভাগীয় দুদক কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। ৮৮টি অভিযোগ অনুসন্ধান করছেন দুদকের তদন্তকারী কর্মকর্তারা। এর মধ্যে ২৩টি অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.