মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী, শশুর ও শাশুড়িসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে এক জামাতা। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর ৪টার দিকে শহরের আব্বাস আলী সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটেছে।
এতে অভিযুক্ত জামাতা নাজমুল হোসেনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে বাগেরহাট জেলার হাওকাটি গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে। আব্বাস আলী সড়কে স্বপ্না বিউটি পার্লার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের। ওই প্রতিষ্ঠানের পেছনের অংশেই তারা পরিবার-পরিজন নিয়ে বসবাস করতো।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঘটনার সময় পারিবারিক কলহ নিয়ে শশুর মহিন উদ্দিন বাবর (৫৫) ও শাশুড়ি আঙ্গুর নেছারের (৪৫) সাথে জামাতা নাজমুল হোসেনের (৩০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে শশুর, শাশুড়ি, স্ত্রী মহিমা আক্তার (২৫) ও শ্যালিকা সাফুরা জান্নাত পলিকে (২২) এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতিতে তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের পেট ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে জামাতা নাজমুল ঘটনাটি ঘটিয়েছেন। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।