হাকিম বাবুল, শেরপুর: বিপ্লবী রবি নিয়োগী সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। তাঁর মতো অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ খুব অভাব। তিনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দৈনিক সংবাদে সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের দু:খ-দুর্দশার চিত্র এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজ সংস্কারে অবদান রেখেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি আন্দামান নির্বাসন দণ্ডও খেটেছেন। রবি নিয়োগী আজ আমাদের মধ্যে নেই, তবে যুগ যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ে তিনি বেঁচে আছেন তাঁর কর্ম ও আদর্শে।
শেরপুরে অগ্নিযুগের সিংহ পুরুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা, বিপ্লবী রবি নিয়োগী‘র ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের আয়োজনে শহরের পৌর নিউমার্কেট সভাকক্ষে ২৯ এপ্রিল শুক্রবার রাতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন জামালপুর মুক্তি সংগ্রাম জাদুঘর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক উৎপল কান্তি ধর। অনুষ্ঠানে বিপ্লবী রবি নিয়োগীর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন শিক্ষাবিদ- গবেষক ড. সুধাময় দাস, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, অধ্যাপক শিব শংকর কারুয়া, মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, সাংবাদিক আব্দুর রহিম বাদল. জেলা উদীচী সাধারণ সম্পাদক এস এম আবু হান্নান, বিপ্লবীর নাতি শুভজিত নিয়োগী, সংস্কৃতি কর্মী কমল চক্রবর্তী প্রমুখ।
সাংবাদিক হাকিম বাবুল অনুষ্ঠানটি সঞ্চলনা করেন। পরে উদীচী শেরপুর জেলা সংসদের শিল্পী তপন সারোয়ার, তৌহিদা স্বাধীন, এনামুল হক, জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক উদয় শংকর সাহা, মুক্তি শংকর সাহা প্রমুখ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
বিপ্লবী রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুর শহরের পুরাতন গোহাটা এলাকায় জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালের ১০ মে মারা যান।