শেরপুর প্রতিনিধি: শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শ্রমিক শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় এমপি ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো.আতিউর রহমান আতিক। জেলার পরিবহন শ্রমিক, অটো রিক্সা শ্রমিকলীগ, হোটেল শ্রমিক, দোকান কর্মচারী, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, চাতাল শ্রমিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হুইপ মো.আতিউর রহমান আতিক এমপি। অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জাতীয় শ্রমিক লীগ জেলা সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, জেলা ট্রাক-ট্যাংকলড়ি চালক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মজিবর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শ্রমিক-মালিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের নানা দাবি আদায়ের লক্ষ্যে দিনব্যাপী পৃথক শোভাযাত্রা, মানববন্ধন, শোক র্যালি, কালো ব্যাজ ধারন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাচোলে মে দিবস পালিত
নাচোল প্রতিনিধি: রবিবার মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদের উদ্যোগে সকাল ৯টায় পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে র্যালিটি শেষ হয়।
এতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ/শ্রমিকরা।