মোঃ আব্দুর রহমান মানিক, (নাচোল) চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সন্ত্রাসীদের হামলায় খোলা আকাশের নিচে বসবাস করছে ৪টি পরিবার। সরকারি কিংবা বেসরকারি কোন সংস্থা ক্ষতিগ্রস্ত পরিবারের কোন খোঁজ খবর নেয়নি। সন্ত্রাসীদের তান্ডবলীলা চালানোর পর ৪জন হাসপাতালে ভর্তি থাকলেও সন্ত্রাসীদের ভয়ে মামলা করতেও সাহস পাচ্ছেন না তারা। এদিকে ভূমিহীন পরিবারগুলোর চাল-ডালসহ আসবাব সবকিছু লুট করে নিয়ে যাওয়ায় অনাহারে দিন কাটাতে হচ্ছে ওই পরিবার গুলোকে। গতকাল সরোজমিনে এলাকায় গেলে তারা সংবাদকর্মীদের কাছে এ আকুতির কথা জানান।
নাচোল-ভুজইল সড়কের পশ্চিম লক্ষনপুর ব্রীজ সংলগ্ন সরকারি রাস্তার পার্শ্বে ৭টি ভূমিহীন পরিবার বাড়ি করে বসবাস করছেন প্রায় বছরখানেক সময় ধরে। তাদের নিজস্ব কোন জায়গা জমি না থাকায় মাথাগোজার ঠাঁই হিসেবে বেছে নেন সরকারি রাস্তার পার্শ্বে এই জমি।
জমির পশ্চিম দিকে রয়েছে পানি নিস্কাশনের ক্যানেল এবং ক্যানেলের পশ্চিম দিকে রয়েছে শিবগঞ্জ উপজেলার নয়া-লা ভাংগা গ্রামের মৃত মফিজুদ্দিনের জমি। তার দুই ছেলে নাসিম ও শামীম সোমবার দুপুর পৌনে ১২ টার সময় ১টি ট্রাকসহ দুটি লছিমন ভুটভুটি গাড়ি নিয়ে প্রায় ৩০/৪০ জন লোকসহ জমির সীমানা ঘেরার জন্য যায়। সেই সাথে তারা ৪টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের জন্য চেষ্টা চালায়। তাদের বাধা দিতে গেলে এ সময় তারা তাদের উপর লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালায়।
এ ঘটনায় ৪টি বাড়ির টিন, বেড়া, টালি ভেঙ্গে তছনছ করে ফেলা হয়। সেই সাথে টাকা পয়সা, চাল-ডাল ও বাড়ির আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানায়। ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন কুতুব আলীর ছেলে নাসির, সৈয়দ আলীর স্ত্রী রেহেনা, মোহাম্মাদ আলীর ৯ মাসের অন্তঃসত্তা স্ত্রী খালেদা, ও নাসিরের স্ত্রী জিয়াসমিন। বিষয়টি নিয়ে গতকাল নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। সেইসাথে আইনী সহযোগিতা পাওয়ার জন্য জেলা লিগ্যাল এইড এর কাছে যাওয়ার পরামর্শ দেন।