আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): নৌকা নিয়ে বিব্রত অবস্থায় আছেন আ’লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তাফা খান বাবলু। মধুপুর উপজেলার জামায়াত-বিএনপি অধ্যুষিত গোলাবাড়ী ইউনিয়নের চিত্র এটি। ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে সরেজমিনে এ ইউনিয়নে গিয়ে জানা য়ায়, জনপ্রিয়তার দিক দিয়ে র্শীষে রয়েছেন আ’লীগ প্রার্থী বাবলু। তবে বেকায়দায় পড়েছেন নৌকা প্রতীক নিয়ে।
পরিদর্শনকালে এলাকার ভোটার আমিনুল ইসলাম, মগবুল হোসেন, তমিজ উদ্দিন, গৃহীনী আছমা বেগম, ছাহেরা বেগম, কলেজ ছাত্র সোহেল আহমেদ, সালমা খাতুনসহ এলাকার ছোট বড়, নারী-পুরুষ, হিন্দু-মুসলিম সকলের সাথে কথা বলে জানা যায়, আ’লীগ, বিএনপি-জামায়াত নির্বিশেষে সকলের কাছে তার গ্রহণযোগ্যতার কমতি নেই। গত নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় পেয়ে গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হয়ে ৫ বছর দায়িত্ব পালনে যোগ্যতার সে স্বাক্ষরও তিনি রেখেছেন। প্রমাণ হয়েছে এলাকার উন্নয়নে তিনি আন্তরিক।
এবারের নির্বাচনে দলীয় মনোনয়নে গোলাবাড়ী ইউপি’র প্রার্থী হয়েছেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা খান বাবলু। জনপ্রিয় হওয়া স্বত্ত্বেও প্রভাবশালী এ নেতা দলীয় প্রতীক নিয়ে এবার বেকায়দায় পড়েছেন। তাকে ইউনিয়নের বিভিন্ন বাড়ির উঠান বৈঠক কিংবা কোন ভোটারের কাছে কৌশলে ভোট চাইতে হচ্ছে। তিনি বক্তব্য দিচ্ছেন “আমার দিকে তাকিয়ে উন্নয়নের কথা ভেবে ভোট দিন, নৌকা কোন বিষয় নয়”।
নির্বাচন পরিস্থিতি অনুসন্ধানে গিয়ে জানা গেছে, গোলাবাড়ী ইউনিয়ন মূলত জামায়াত-বিএনপি’র আখড়া। একাধিকবার উপজেলা জামাতের নেতা এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনেও একাধিকবার মধুপুর (টাঙ্গাইল-১) আসনে এ ইউনিয়নের বাসিন্দা জামায়াত নেতা অধ্যপক মজিবর রহমান আ’লীগ বিএনপি’র সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উপজেলা জামায়াত অনেকটা পরিচালিত হতো এ গোলাবাড়ী থেকেই।
জামায়াত বিএনপি’র বিগত অবরোধে উপজেলার আশপাশে কোথাও কোন কিছু না হলেও টাঙ্গাইল-জামালপুর সড়কের গোলাবাড়ী অঞ্চলের উৎপাত থামাতে পুলিশকে দৌড়াতে হয়েছে। তাই জামায়াত বিএনপি অধ্যুষিত এ ইউনিয়নে নৌকার বাক্সে ভোট দেয়া ভোটারের সংখ্যা কিছুটা কম। কিন্তু গোল বেধেঁছে এবারের নৌকায়। প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক আসায় গোলাম মোস্তফা খান বাবলু এবার নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী। ইউনিয়নের বিভিন্ন এলাকার অন্তত তিনবার ভোট দিয়েছেন এমন বেশ কয়েকজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কখনও তারা নৌকায় ভোট দেননি । তাদের মতে, ইউনিয়নে বাবলুকেও দরকার, বাব দাদার আদর্শও ছাড়া যায় না। কি যে করণীয়! এ নৌকাই এখন তাদের বিব্রতের কারণ। বিএনপি’র এক দায়িত্বশীল নেতাও এ পরিস্থিতি স্বীকার করে ধানের শীষ প্রতীকের তাদের প্রার্থী (হুমায়ুন কবির তালুকদার) বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।
নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু জানান, নৌকা (প্রতীক) আসলে একটা বিব্রতকর পরিস্থিতির কারণ। তবে সেটা কোন সমস্যা না। উন্নয়নের স্বার্থে ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মানুষ শেষ পর্যন্ত নৌকায় ভোট দিবেন বলে তিনি আশাবাদী।