রতন সিং, দিনাজপুর: দিনাজপুর খানসামা উপজেলার পল্লীতে এক গৃহবধূকে ইভটিজিং করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
বুধবার দুপুরে দিনাজপুরের খানাসামা উপজেলার এক গৃহবধূকে ইভটিজিং করার সময় এলাকাবাসী মনোয়ার হোসেনকে (২২) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমান তার আদালতে মনোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিত যুবক খানসামা উপজেলার জাহাঙ্গীরপুর হলদিপাড়ার মৃত বালিয়া রহমানের পুত্র। তাকে বিকেলে দিনাজপুর জেল কারাগারে প্রেরণ করা হয়।