কলাপাড়ায় ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ পাশ, জিপিএ-৫ পেয়েছে ৪ জন

মিলন কর্মকার রাজু, কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে চারজন জিপিএ-৫ পেয়েছে।

এরা হলেন, সানজিদা আক্তার আশা, বাচ্চু মিয়া, মো. সালাউদ্দিন ও নাজমুল হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিত্য কুমার হাওলাদার ও ম্যানেজিং কমিটির সভাপতি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন জানান, পরীক্ষার ফলাফলে তাঁরাসহ অভিভাবকরাও খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.