আত্রাইয়ে মা ও শিশু কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

একেএম কামাল উদ্দিন টগর (আত্রাই) নওগাঁ: “প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করুন, অপরিকল্পিত গর্ভধারণ রোধ করুন”এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর আত্রাইয়ে পরিবার-পরিকল্পনা, মা ও শিশু কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।

Atrai famali pala News12-05-16
আত্রাইয়ে মা ও শিশু কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই সভার আয়োজন করে। আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাজা আবু মুছা এহসান কিবরিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা কমিটির সভাপতি, স্থায়ী কমিটির সদস্য একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা মডেল প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আত্রাই কমিটির সভাপতি আত্রাই উপজেলার একমাত্র নারী সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন পলাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিন উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ বদরুদ্দোজা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) শ্রী নভেন্দু নারায়ন চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক প্রমূখ।

বক্তারা আলোচনা সভায় পরিবার পরিকল্পনা প্রদ্ধতি নেওয়া সম্পর্কে আলোচনা করেন। ১৪মে থেকে ১৯ মে,২০১৬ পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, যেমন- হাটবাজারে পোষ্টার, আটটি ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিকে আলোচনা ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.