মিলন কর্মকার রাজু, (কলাপাড়া) পটুয়াখালী: পল্লী বিদ্যুতের লোডশেডিং, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে কলাপাড়া নাগরিক সংগ্রাম কমিটি। ১৬ বছর পর কলাপাড়ায় অর্ধ দিবসের হরতালের ডাক দেওয়া হলো। ২০০১ সালের পর কোন রাজনৈতিক হরতাল কর্মসূচি পালন না হলেও পল্লী বিদ্যুতের অনিয়মের প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়। আর এ শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে ব্যবসায়ীসহ সর্বস্তরের কলাপাড়াবাসী সমর্থন করেন।
নাগরিক সংগ্রাম কমিটির আহবায়ক সাংবাদিক মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা জানান, তাদের আন্দোলন শান্তিপূর্ণ। কলাপাড়ায় ইচ্ছে করে বিদ্যুৎ বন্ধ করে পল্লী বিদ্যুতের ডিজিএম ও সমিতির সভাপতি জিসান আলমগীর আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। শতশত অবৈধ সংযোগ চলছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। উল্টো দিনের মধ্যে প্রায় ১৬-১৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ করে রাখছে। কলাপাড়া ও কুয়াকাটায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে তাদের এই আন্দোলন।