মোঃ আব্দুর রহমান মানিক (নাচোল) চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আনছার ভিডিপির ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাচোল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আনছার ভিডিপির কমান্ডেন্ট আশরাফুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা আনছার ভিডিপি অফিসার আব্দুল আওয়াল, ভারপ্রাপ্ত উপজেলা আনছার কোম্পানী কমান্ডার আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত গোদাগাড়ি আনছার ভিডিপির অফিসার আলতাফ হোসেন, প্রশিক্ষক সাকালাইন ও সাঈদা বেগম।

সমাবেশে ইউনিয়ন দলপতির পক্ষে প্রতিবেদন পাঠ করেন ইউনিয়ন দলপতি আলমগীর হোসেন, অনুষ্ঠান শেষে কসবা ইউনিয়ন দলপতি সাদ্দাম হোসেনকে একটি বাইসাইকেল ও নাচোল ইউনিয়ন আনছার ভিডিপি ক্লাবকে ১টি ক্যারামবোর্ড প্রদান করা হয়। সেইসাথে সমাবেশে সকল আনছার ও ভিডিপির সদস্যদেরকে আইন শৃংখলা রক্ষা ও দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার আহবান জানানো হয়।