আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়ার মুক্তি ও নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক শ্যামল কান্তির কান ধরে উঠবস করার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. আবুল হোসেনের-(২) সভাপতিত্বে ও এড. মোঃ আকবর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন এড. আব্দুল মজিদ-(২), এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. আব্দুস সাত্তার-(১), এড. আশরাফুল আলম, এড. শহীদউল্লাহ-(১), এড. সোমনাথ ব্যাণার্জী, এড. সরদার আমজাদ, এড. শেখ শাহরিয়ার হাসীব, এড. মহিদুল ইসলাম, এড. সরদার সাইফ, এড. নূরুল আমিন, এড. অসীম কুমার মন্ডল, এড. তোহা কামাল উদ্দীন হিরা, এড. ইয়াসিন হাবীব, এড. আব্দুস সামাদ-(৬), এড. আবু সাইদ রাজা প্রমূখ।