আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টঙ্গাইলের ধনবাড়ীতে বাল্য বিয়ে বন্ধের দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পাইস্কা ইউনিয়ন সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে পাইস্কা উচ্চ বিদ্যালয় ও পাইস্কা বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, ইউপি চেয়ারম্যান আরিফ বজলু, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি কর্মকর্তা রিক্তা খাতুন প্রমূখ। বক্তাগণ বাল্য বিয়ে ও নারী নির্যাতন বন্ধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান এবং গ্রামের মানুষকে সচেতন করার প্রতি গুরুত্বারোপ করেন।