রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পল্লীতে এক কিশোরকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বোচাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ৭ জুন দিবাগত রাতে মসজিদে ঘুমানোর কথাবলে বাড়ি থেকে বের হয় রিয়াদ। রাতে সে আর বাড়িতে আসেনি। ৮জুন বুধবার সকালে স্থানীয় লোকজন রিয়াদের গলা কাটা লাশ বাড়ির পাশে মরিচ ক্ষেতে দেখতে পেয়ে পরিবারের সদস্যদেও জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রিয়াদের লাশ দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন। পরে বোচাগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত রিয়াদের মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়। নিহত রফিকুল ইসলাম রিয়াদ (১৭) বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাও ইউনিয়নের হাজীপাড়ার আব্দুল বাকির পুত্র। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে।
এলাকাবাসীর ধারণা প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বন্ধুদের হাতে রিয়াদ নিহত হতে পারে। এ ব্যাপারে নিহতের পিতা আব্দুল বাকি বাদী হয়ে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।