ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসনিক ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বাদী হয়ে ফুলছড়ি থানায় বুধবার দুপুরে মামলা করেন।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজসহ ৫৩ জন দলীয় নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে মামলায়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২শ’ থেকে ৩শ’ জনকে আসামি করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার জানান, মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ফুলছড়ি ইউনিয়নের ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবিতে সোমবার দুপুরে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিক্ষোভকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উপজেলা পরিষদে ঢুকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন।
এরপর বিক্ষোভকারীরা উপজেলা প্রশাসনিক ভবনের নিচতলার উপজেলা নির্বাচন অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা মহিলা বিষয়ক অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিস ভাঙচুর ও লুটপাট চালায়।