রতন সিং, দিনাজপুর: দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ১৩ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে ২৬ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে।
দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া জানান, চলতি অর্থ বছরের শেষ সময়ে পবিত্র ঈদ-উল ফিতরে ঘরমুখী যাত্রীদের যাতায়াতে যাতে দুর্ভোগ সৃষ্টি না হয় সে লক্ষ্য সামনে রেখে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ক্ষতিগ্রস্ত ২৬ কিলোমিটার রাস্তা মেরামতের প্রকল্প শুরু করা হয়েছে।
ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার মধ্যে ক্ষতিগ্রস্ত ২৬ কিলোমিটার রাস্তা চিহ্নিত করে যানবাহন চলাচলের উপযোগী করতে ৮ জন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। রাস্তা মেরামতের জন্য নিয়োজিত ঠিকাদারগণ ১ জুন থেকে রাস্তা মেরামতের কাজ শুরু করেছে।
এছাড়া সদর উপজেলার নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে মহনপুর সেতু পর্যন্ত রাস্তা মেরামতের কাজ গত মার্চ মাস থেকে শুরু করা হয়েছে। এই রাস্তার ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। ৩০ জুনের মধ্যে রাস্তা মেরামতের কাজ শেষ করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে। এখাতে ব্যয় হবে ৯ কোটি ৭০ লক্ষ টাকা।