রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে পুলিশের অভিযানে গত দুই দিনে দুই জঙ্গিসহ ১৬৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত জেলার ১৩টি উপজেলা থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আহলে হাদিস আন্দোলন সংগঠনের দিনাজপুর জেলার সাংগঠনিক সম্পাদক ও খানসামা উপজেলার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন (৪৮) ও একই সংগঠনের নির্বাহী সদস্য চিরিরবন্দর উপজেলার আলোকডিহি গ্রামের জাহিদ আল এহিয়াকে (৪২) জঙ্গি হিসেবে অভিহিত করেছে পুলিশ। শনিবার তাদের দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড চাওয়া হয়েছে। আগামীকাল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে তাদের জেলহাজতে পাঠানো হয়।
আটক ২৭ জন বিভিন্ন নাশকতামূলক মামলার আসামি। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। অন্য ৩৬ জনকে বিভিন্ন মামলার অভিযোগে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
অভিযানের প্রথম দিন শুক্রবার বিভিন্ন মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা বলে জেলার শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, জেলায় চিহ্নিত জঙ্গি সদস্য ৩০ জনকে খোঁজা হচ্ছে। তাদের বাড়িতে এবং সম্ভাব্য স্থানে তল্লাশি চালিয়ে পাওয়া যায়নি। তবে তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।