প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফকিরহাটের পিলজংগ গ্রামে শ্বশুরবাড়িতে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ থেকে ফরিদপুর ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।
নিহতরা হলেন সুজিত কুমার দাস (৩৫) ও তার স্ত্রী সুমিতা রাণী দাস (২৬)। সুমিতা বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের হরিপদ দাসের মেয়ে। সুজিত মোংলা ফাইভ রিং সিমেন্ট কারখানার কর্মকর্তা ছিলেন। তার বাড়ি রাজবাড়ি শহরে। দেড় বছর আগে সুজিত ও সুমিতা দাসের বিয়ে হয়।
বাগেরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শেখ জামাল উদ্দিন বলেন, সোমবার সকালে সুজিত তার স্ত্রী সুমিতাকে নিয়ে শ্বশুরবাড়ি ফকিরহাট থেকে রাজবাড়ির উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে রওনা হন। তারা বৈলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুজিত তার স্ত্রী সুমিতাকে নিয়ে গত শুক্রবার রাজবাড়ি থেকে জামাইষষ্ঠীতে ফকিরহাটের পিলজংগ বেড়াতে আসেন।