জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য মো. ফরহাদ শেখকে শুক্রবার আটক করেছে কোস্টগার্ড। দেশি অস্ত্রসহ আটক বনদস্যুকে ফরহাদকে বিকেলে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের কর্মকর্তা ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, জাহাঙ্গীর বাহিনী সদস্যরা শুক্রবার দুপুরে মোংলার পশুর নদীর চিলা সংলগ্ন কানাইনগর এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালায়। দস্যুরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফরহাদ কোস্টগার্ডের হাতে ধরা পড়ে।
পরে অভিযানকারীরা ফরহাদের বোটে তল্লাশি চালিয়ে ৮/১০টি বিভিন্ন ধারালো অস্ত্রসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে। বিকেলে ফরহাদকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করে কোস্টগার্ড। ফরহাদের বিরুদ্ধে জেলে অপহরণ, মুক্তিপণ আদায়সহ চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় কোস্টগার্ড। ফরহাদ শেখ (৪০) মোংলার চিলা এলাকার শেখ হাসান আলীর ছেলে।