হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে নবীনগর এলাকায় রাস্তার পাশে উল্টে পড়া একটি ইজিবাইকের চাপায় এক স্কুলগামী শিশু নিহত হয়েছে। বুধবার সকাল সাতটার দিকে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মো. আওয়াল মিয়া নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রথম শ্রেনীর ছাত্র। তার বাবা লোকমান হোসেন নবীনগর এলাকার ব্যবসায়ী।
শেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নজরুল ইসলাম জানান, আওয়াল শেরপুর-ময়মনসিংহ সড়কের দক্ষিণ পাশ ধরে স্কুলে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ইজিবাইক উল্টে তার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।