জঙ্গি, সন্ত্রাসী ও গুপ্তহত্যাকারীদের রেহাই দেওয়া হবে না: ভূমিমন্ত্রী

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি, সন্ত্রাসকারী ও গুপ্তহত্যাকারীদের রেহাই দিবেন না। জঙ্গি ও সন্ত্রাসীদের উস্কানিদাতাদেরও একইভাবে খুঁজে বের করা হচ্ছে। মন্ত্রী জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। শুক্রবার ঈশ্বরদী উপজেলা উদ্যান নার্সারিতে তিন দিনব্যাপী ফল বৃক্ষমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদ রুখতে সরকার নানা কর্মসূচি নিয়েছে। জাল বিছিয়ে জঙ্গিবাদ, খুনি, চাঁদাবাজ, চোর ডাকাত দলের লোকদেরে ধরা হচ্ছে। গুন্ডামি, পেশিশক্তি আওয়ামী লীগ সরকারের মধ্যে থাকলেও তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কর্মকাণ্ডকে বানচাল করার ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষিমন্ত্রী বাংলাদেশে সবুজ বিপ্লব ঘটিয়েছেন। কৃষক পরিবারের খাদ্যের যোগান মিটিয়েও বাংলার সকল মানুষের খাদ্যের চাহিদা পূরণে তারা সক্ষম হয়েছে। মন্ত্রী এসময় বেশি করে গাছ লাগিয়ে দেশি ফল খাওয়ার আহ্বান জানান।

New Image
ঈশ্বরদীতে বৃক্ষমেলায় বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী।

ফল বৃক্ষমেলায় নানাজাতের আম, কদবেল, আমড়া, ওল, পাম বৃক্ষের প্রদর্শন করা হয়। পরে মন্ত্রী ঈশ্বরদী  উপজেলা প্রাণিসম্পদ অফিসের নতুন দ্বিতল ভবন উদ্বোধন করেন এবং খামারিদের সমাবেশে যোগ দেন। তিনি খামারে অবদান রাখায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঈশ্বরদীর চার খামারি নুরুন্নাহার, আকমল হোসেন, আমিরুল ইসলাম ও রাজিব মালিথা রনির হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।

এসময় রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক মহির উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবদুল গফুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.