ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। হোসেন আলী সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার মনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, হোসেন স্থানীয় আব্দুল খালেকের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন।
এ সময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ অবস্থায় হোসেনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।