রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরে কাউখালীর সন্ধ্যা নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী ‘মৃৎ শিল্পের গ্রাম’ হিসেবে খ্যাত সোনাকুর গ্রামের ভাঙন কবলিত পালপাড়ায় নদীভাঙনে বিপন্ন গ্রামবাসীদের উদ্যোগে শনিবার সকালে নদী তীরে নৌ-মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউখালী উন্নয়ন পরিষদ ও সোনাকুর গ্রামবাসীর উদ্যোগে ভাঙন কবলিত নদীতীরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে সোনাকুর গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন।
শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি ও সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সন্ধ্যা নদীর তীব্র ভাঙন হতে ঐতিহ্যবাহী সোনাকুর গ্রাম রক্ষার দাবি জানান। এ সময় বক্তারা সোনাকুরের নদী ভাঙনে বিপন্ন ঐতিহ্যবাহী পালপাড়া রক্ষা ও ভাঙনে নিঃস্ব মৃৎশিল্পীদের পূনর্বাসনের দাবি জানান।
চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা জানান, গত ত্রিশ বছরে ওই সকল গ্রামের অন্তত ২০ হাজার পরিবারের বসত বাটি, ফসলি জমি, হাট-বাজারসহ বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। এখনও হুমকীর মুখে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, ভূমি অফিস, আশোয়া সরকারি প্রাথমিক অফিস, আমরাজুড়ি বাজার, দত্তের হাট, খাদ্য গুদাম ও গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয়।