আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শনিবার দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন করেছে মধুপুরের সাংবাদিকরা।
জাতীয় প্রেসক্লাব ঘোষিত এ মানববন্ধন মধুপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়। মানববন্ধনে মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আধ্যাপক আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সদস্য মোজাম্মেল হক, টুটন চন্দ্র দাস ও পত্রিকা ব্যবসায়ী মো. নূরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ কওে অংশগ্রহণ করেন মধুপুর ট্রাক ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান হিরা সহ সংগঠনের অর্ধশত শ্রমিক।