ইজিবাইক চালক শান্ত ১১ দিনেও উদ্ধার না হওয়ায় মানববন্ধন

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর নারিচা এলাকার লুলু মোল্লার ১১ দিন ধরে নিখোঁজ ছেলে অটোবাইক চালক শান্তর (১৫) এখনও কোন সন্ধান করতে পারেনি পরিবারের লোকজন এবং পুলিশ।

pabna-301016
ইজিবাইক চালক শান্ত ১১ দিনেও উদ্ধার না হওয়ায় মানববন্ধন|

তাকে সুস্থ ফিরে পাবার আশায় স্বজনদের বাড়ছে উদ্বেগ-উৎকন্ঠা। ১১ দিনেও শান্তর সন্ধান না পাওয়ায় তার পরিবারের লোকজন, উপজেলা অটোবাইক মালিক-চালক সমিতি, সিএনজি মালিক ও অটোটেম্পু মালিক সমিতির সদস্যরা রবিবার সকালে ঈশ্বরদী শহরের প্রধান রাস্তার ষ্টেশন রোডে মানববন্ধন ও পথসভার আয়োজন করেন।

উপজেলা অটোবাইক মালিক সমিতির সভাপতি আশরাফ আবেদিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শান্তর বাবা লুলু মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, অটোবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি ফিরোজ বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, ১১ দিন আগে ২০শে অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জয়নগরের একটি ফোন-ফ্যাক্্েরর দোকান থেকে মুঠোফোনে এক ব্যক্তি শান্তর অটোবাইক ভাড়া নেওয়ার কথা বলে দাশুড়িয়া মোড়ে আসতে বলে। দাশুড়িয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে শান্ত নিখোঁজ রয়েছে। ওইদিন সন্ধ্যা সাতটার পর হতে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নিখোঁজের ১১ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো শান্তকে উদ্ধার করতে পারেনি। পরিবারের ধারণা অটোবাইকটি ছিনিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা যাত্রি সেজে শান্তকে ডেকে নিয়ে যায়।

এদিকে গত ২৩ অক্টোবর সকালে সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর ও বক্তারপুর সড়কের মাঝে পরিত্যক্ত অবস্থায় একটি অটোবাইকের কাঠামোর (বডি) কিছু অংশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। স্বজনরা থানায় এসে শনাক্ত করেন উদ্ধার হওয়া অটোবাইকের অংশ শান্তর ছিল।

পথসভায় বক্তারা জানান, শান্ত বছর খানেক আগে অটোবাইকটি ক্রয় করে নিজে চালক হয়ে ভাড়ায় চালাতো। ভাড়া শেষে প্রতিদিন রাতে সে বাড়ি ফিরতো। কিন্তু ওই দিন বৃহস্পতিবার রাতে শান্ত আর বাড়ি ফিরে আসেনি। শান্ত তার বাবা-মায়ের একমাত্র সন্তান ও পরিবারের চালিকাশক্তি ছিল। শান্তকে না পেয়ে তার বাবা-মা পাগল প্রায়। বক্তারা আরো বলেন, পুলিশ অতিদ্রুত শান্তর কোন সন্ধান করতে না পারলে অটোবাইকের মালিক-চালক একত্রিত হয়ে ঈশ্বরদীবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.