হাকিম বাবুল, শেরপুর: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ময়মনসিংহ জয় করলো শেরপুরের মেয়েরা। ঢাকা বিভাগের ময়মনসিংহ অঞ্চলের খেলায় শেরপুর সদরের নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অজর্ন করেছে।
রবিবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে শেরপুরের নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা টাইব্রেকারে ৩-২ গোলে নেত্রকোনা জেলা চ্যাম্পিয়ন বারহাট্টা উপজেলার বাখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও খেলাটি গোলশুন্য অমিমাংসিত ছিল। এর আগে শনিবারের খেলায় শেরপুরের মেয়েরা সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-৫ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
ফাইনাল খেলা শুরুর আগে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্ষুদে ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল হক।
শেরপুরের ক্ষুদে মেয়ে ফুটবলাররা ময়মনসিংহ অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ায় জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অবিনন্দন জানিয়েছেন।
এদিকে, মেয়েরা ময়মনসিংহ অঞ্চলে চ্যাম্পিয়ন হওয়ায় ৭ নভেম্বর সোমবার শহরে আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছে নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা।