রতন সিং, দিনাজপুর: ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের হিন্দু ধর্মাবলম্বীর পালন করছে সূর্যপূজা।
সোমবার ভোর থেকে দিনাজপুর শহর ঘেঁষে বয়ে যাওয়া পুনর্ভবা নদীর তীরে বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্তরা সূর্যদেবতার পূজা করে। পূজাকে ঘিরে এখানে হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের কয়েক হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে এখানে। ভক্তরা তাদের ইচ্ছা পূরণ, আপদ-বিপদ থেকে সুরক্ষার জন্য প্রার্থনা করে।
প্রতি বছর কালীপূজার পর শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে নদীতীরে এ পূজা অনুষ্ঠিত হয়। এটি ছটপূজা নামেও পরিচিত।
বিকেলে ভক্তরা ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে নদীর তীরে জড়ো হয়। সূর্যাস্তের লগ্নে পুন্যার্থীরা স্নান সেরে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে কুলায় সাজানো অর্ঘ্য নিবেদন করে। মঙ্গলবারও একই নিয়মে পূজা করবেন তারা।
ভক্ত ঈশ্বরচন্দ্র গুপ্ত ও শুক্লা সাহা বলেন, আমরা সূর্য দেবকে সন্তুষ্ট করতেই এ পূজা করে থাকি। সূর্যদেব সন্তুষ্ট হয় আর আমাদের মানত পূরণ করে।