ঈশ্বরদীতে গণপ্রকৌশল দিবস পালিত

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার ঈশ্বরদীতে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সংগঠনের নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ishwardi-261116-1
কেক কেটে গণপ্রকৌশল দিবস উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের স্ত্রী মিসেস কামরুন্নাহার শরীফ।

এ সময় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের সহধর্মিনী মিসেস কামরুন্নাহার শরীফ। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর ঈশ্বরদী শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন রহিম আফরোজের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ছবি, বড়পুকুড়িয়া প্রকল্পের পিডি ই. ম. শহীদুল ইসলাম, বিএসআরআই-এর প্রকৌশলী আসাদুল হক, পৌরসভার নির্বহী প্রকৌশলী আব্দুল আওয়াল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রীড সংরক্ষণ প্রকৌশলী আরিফুর রহমান প্রমুখ।

আলোচনা পর্ব শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.