শেরপুরে ৫ দিনের উশু খেলার প্রশিক্ষণ শুরু

হাকিম বাবুল, শেরপুর: তৃণমূল পর্যায়ে উশু খেলাকে জনপ্রিয় করা এবং খেলোয়াড় বাছাই উপলক্ষে শেরপুরে ৫ দিনব্যাপী উশু খেলা প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।

sherpur-pic-2-usu-training
শেরপুরে ৫ দিনের উশু খেলার প্রশিক্ষণ শুরু হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় বাংলাদেশ উশু ফেডারেশন এ প্রশিক্ষণের আয়োজন করে।

উদ্বোধনী দিনে প্রায় তিন শতাধিক ছেলে-মেয়ের মধ্য হতে ৮ জন ছেলে ও ৭ জন মেয়েকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। এদেরকে ৫ দিন প্রশিক্ষণ শেষে সেরা ২ জনকে জাতীয় দলের বাছাইয়ের জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানান বাংলাদেশ উশু ফেডারেশনের প্রশিক্ষক আনোয়ারুল রাসেল।

প্রশিক্ষক আনোয়ার রাসেল এবং জেলা উশু ও কারাতে প্রশিক্ষক মোল্লা রাশেদ উদ্দিন আহম্মেদ তাদের প্রশিক্ষণ প্রদান করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, যুগ্ম সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, ক্রীড়া সংগঠক জিন্নত আলী ও ডিএসএ কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.